মোঃ বাপ্পি শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, “পুলিশের কাজে সহযোগিতা করলে এলাকার আইনশৃঙ্খলা ভালো থাকবে।
মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিন, পুলিশকে সহযোগিতা করুন—দেখবেন এলাকার চেহারা বদলে যাবে।”
রোববার (২ নভেম্বর) বিকেল ৪টায় বর্ণি বাজার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ গাজী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—অলিউর খাঁ, সিরাজ বিশ্বাস, আব্দুল্লাহ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “অনলাইন জুয়া ও মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে। আজকের কিশোররা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের হয় পড়াশোনায় নয় কর্মে যুক্ত রাখতে হবে—অন্যথায় তারা বিপথে যেতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। চলুন, সবাই মিলে টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলি।
আরও পড়ুনঃ জয়পুরহাটের কালাইয়ে বাঁশিলা পাড়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.