
০২ নভেম্বর ২০২৫ পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার নীলফামারী সদর উপজেলার পাঁচমাথা মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আনুমানিক ৩ (তিন) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় মেসার্স দুলু স্টোরকে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে ৩০০ (তিনশত) টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। পাশাপাশি দোকান মালিককে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।
অভিযান চলাকালে অন্যান্য দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নীলফামারী জেলা পুলিশের একদল চৌকস সদস্য সহায়তা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পলিথিনের ব্যবহার রোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ মমেক হাসপাতালে দালাল চক্র নিরসনে মোবাইল কোর্টে গ্রেপ্তার ১৮ জনকে সাজা প্রদান
Leave a Reply