মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর ২০২৫) রাতে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে মামুন কসমেটিক্স নামের দোকানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল বলে জানা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আল আমিন (২১), পিতা- মোঃ আব্দুল হক, সাং- পশ্চিম ছাতনাই, ঘাটের পাড়, থানা- ডিমলা, জেলা- নীলফামারী।
২। মোঃ মামুন ইসলাম (২১), পিতা- মোঃ জাহিদুল ইসলাম, সাং- পশ্চিম ছাতনাই, সাগরপাড়া, থানা- ডিমলা, জেলা- নীলফামারী।
তল্লাশীকালে তাদের কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৮২০ টাকা এবং একটি পুরাতন DAYANG মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার পর জব্দকৃত মালামাল বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে রাত ৯টা ৩০ মিনিটে জব্দ তালিকামূলে তালিকাভুক্ত করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা নং-০১, তারিখ- ০২/১১/২০২৫ খ্রিঃ, জিআর নং-১৯৭/২৫, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১/৩৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, নীলফামারী জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা.শফিকুর রহমান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.