ইব্রাহিম হোসেন, কালাই প্রতিনিধিঃ জয়পুরহাটে কালাইয়ে ২ নভেম্বর স্থানীয় যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ জাগ্রত করতে বাঁশিলা পাড়া যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ২৬ এর খেলোয়াড় ড্রাফ্ট অনুষ্ঠান রবিবার বাঁশিলা পাড়ায় স্মরণীয়ভাবে সম্পন্ন হয়েছে।
এই অনুষ্ঠানে বিভিন্ন টিমের মালিকরা অংশগ্রহণ করে নতুনমুখী খেলোয়াড়দের নির্বাচন করেছেন, যা আগামী মৌসুমের টুর্নামেন্টকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁশিলা পাড়া যুব সংঘের সভাপতি মোঃ মাসুম মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বেলাল প্রধান। উপদেশ্টা মণ্ডলীর সদস্যরা মোঃ হেলাল আকন্দ, মোঃ আকবর, মোঃ রাজ্জাক মণ্ডল, মোঃ বেলাল প্রধান, মোঃ আরিফুল ইসলাম বুলবুল এবং মোঃ নাজিম উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন মোঃ হেলাল আকন্দ, মোঃ তাইজুল আকন্দ, মোঃ আকবর, কাজী আল আমিন, মোঃ রায়হান, সাজ্জাদুল এবং মোঃ সিফাত।
টুর্নামেন্টের খেলা আয়োজক কমিটির সদস্যরা মোঃ মাসুম মাস্টার, মোঃ আলম মিয়া, মোঃ সামিউল এবং মোঃ আরিফুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী টিম মালিক বৃন্দের মধ্যে রয়েছেন মোঃ এরশাদ, মোঃ কুদ্দুস, মোঃ উজ্জল, মোঃ হান্নান, মোঃ রতন বাবু এবং মোঃ ছফির উদ্দিন।
এছাড়া সহযোগিতায় অবদান রেখেছেন মিস্টার রানা, হুমায়ুন, আতিকুল, জামিরুল, ছোট রানা, ফরহাদ, রবিউল, রাসেল এবং মাহবুল।
সভাপতি মোঃ মাসুম মাস্টার সভায় বলেন, “এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা স্থানীয় যুবকদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে চাই। ড্রাফ্ট প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়রা আগামী মৌসুমে দারুণ পারফরম্যান্স দেখাবেন বলে আমরা আশাবাদী।” প্রধান অতিথি মোঃ বেলাল প্রধান উল্লেখ করেন, “এ ধরনের উদ্যোগ গ্রামীণ যুবকদের স্বাস্থ্যকর জীবনযাপন এবং টিমওয়ার্ক শেখায়। সরকারের খেলাধুলা উন্নয়ন কর্মসূচির সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।
বাঁশিলা পাড়া প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ এর এই ড্রাফ্ট অনুষ্ঠান স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। আগামী দিনগুলোতে টুর্নামেন্টের সম্পূর্ণ সময়সূচী ঘোষণা করা হবে বলে জানা গেছে। এই উদ্যোগ স্থানীয় সমাজের খেলাধুলা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে সকলে মনে করছেন।
আরও পড়ুনঃ বিরামপুরে বেসরকারি সংস্থা ল্যাম্ব এর প্রজেক্ট শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.