নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এবং সমবায়ীবৃন্দের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস- ২০২৫ উদযাপন সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে ১ নভেম্বর শনিবার চিরিরবন্দর উপজেলা পরিষদ হল রুমে আলোঢনা সভা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসার ফাতেহা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ৬নং অমরপুর নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মাইমুননাহার, হেক্সা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সন্তোষ চন্দ্র রায়,পুনট্টি জনসংগঠন মৎস্য চাষ সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক লিটন সরকার। এছাড়াও শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে পুরস্কার নেন ঘোড়ামারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ ইসলাম উদ্দিন মন্ডল। শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার গ্রহণ করেন বাসুদেবপুর উদয়ন কনজুমার্স কো-অপারেটিভ স্টোর লিমিটেডের সদস্য মোঃ রেজাউল করিম, মুকুন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আতাউর রহমান।
উপজেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চিরিরবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ আবু জাহের। গীতা পাঠ করেন মানবকল্যাণ কৃষি সমবায় সমিতি লিমিটেডের সদস্য ভজন কুমার রায়।
অনুষ্ঠানে সভাপতি উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আরও পড়ুনঃ প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক: নির্বাচনে-৯০ হাজার সেনাসদস্য সর্বাত্মক প্রস্তুতি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.