
নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ চিরিরবন্দরে ৪ মাদক ব্যাবসায়ী আটক,ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দিনাজপুরের চিরিরবন্দরে-৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যাবসায়ীকে মাদক সহ আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্ডল ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ বাবু,আলোকডিহি ইউনিয়নের গছাহার সাহাপাড়া এলাকার সুলতান আলীর ছেলে আবু বক্কর,নশরতপুর ইউনিয়নের আব্দুল মান্নান এর ছেলে মইনুল ইসলাম ও খানসামা উপজেলার মুড়িয়া হাজী-পাড়া এলাকার সিরাজুল হক এর ছেলে সোহেল রানা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি-রুহুল আমিন বলেন‘মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা,
ট্যাপন্ডল ট্যাবলেট গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ৪ মাস ও তিন জনকে ৩ মাসের করে জেল দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
আরও পড়ুনঃ পুলিশকে সহযোগিতা করুন, আইনশৃঙ্খলা ভালো থাকবে: ওসি জাহিদুল ইসলাম
Leave a Reply