জাহিদ হাসান, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। “সাম্য ও সমতা, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মো. ইউসুফ আলী’র সঞ্চালনায় ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাত আলী মন্ডল এর সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, সমবায়ের মূল দর্শন হলো একজনের কল্যাণে সবার কল্যাণ। সমাজে সাম্য, ন্যায় ও অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অনস্বীকার্য। সমবায় এমন একটি শক্তি, যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আসার সুযোগ তৈরি করে দেয়। সৎ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় সংগঠনগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বীরগঞ্জে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় সফল ঝলঝলী বহুমুখী সমবায় সমিতি, গুড নেইবারস মহিলা সঞ্চয় ও ঋণ সমবায় সমিতি ও জামতলী বহুমুখী সমবায় সমিতি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক বন্ধন সুদৃঢ় করারও মাধ্যম। তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ কর্মক্ষেত্রে সমবায়ের নীতি ও চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজন।
আরও পড়ুনঃ দিনাজপুরের খানসামায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিতপ্র
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.