যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘স্বর্ণালী গানের আসর’। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আয়োজিত এই জমজমাট অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ালেন জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম ইব্রাহিম।
গত সপ্তাহে কুইনস প্যালেসে আয়োজিত এ গানের আসরে বাংলাদেশের খ্যাতনামা শিল্পী রিজিয়া পারভীন ও শাহনাজ বেলী মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। অনুষ্ঠানের একপর্যায়ে রিজিয়া পারভীনের আহ্বানে মঞ্চে ওঠেন সেলিম ইব্রাহিম। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি।
বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্ম নেওয়া সেলিম ইব্রাহিম শৈশব থেকেই সংগীতপ্রেমী। মাত্র তৃতীয় শ্রেণীতেই সংগীতে পুরস্কার অর্জন করেন। তাঁর সংগীতের হাতেখড়ি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত পিন্টু ভট্টাচার্যের কাছে। পরবর্তীতে তিনি কায়েকোবাদ সাংস্কৃতিক পরিষদের হয়ে গান ও নাটক পরিবেশন করেন এবং সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দেশে থাকাকালীন বাংলাদেশ টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুক্ত ছিলেন তিনি। প্রবাসে এসেও থেমে থাকেননি সদরঙ ওয়ার্ল্ডওয়াইড মিউজিক সেন্টার নিউইয়র্কে গুরু তপন কান্তি বৈদ্য-এর কাছে ১০ বছর ধরে ক্ল্যাসিক্যাল সংগীতে উচ্চতর প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত পারফর্ম করছেন।
সেলিম ইব্রাহিম বলেন,রিজিয়া পারভীনের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা আমার জন্য গর্বের। আমরা প্রবাসে থেকেও বাংলা গানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, যেন পরবর্তী প্রজন্ম সংগীতের ঐতিহ্য ধরে রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোটাইম মিউজিকের কর্ণধার খাইরুল ইসলাম খোকন, কেবি মাল্টিমিডিয়ার কর্ণধার কামরুজ্জামান বকুলসহ প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শিল্পী সেলিম ইব্রাহিম নিজেই।
আরও খবর: হিলিতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.