
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জমি জমা দখল নিয়ে সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।
৩১ অক্টোবর শুক্রবার নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পলাশ গুপ্ত(২৬),ধীমান আঢ্য (২৪),শিশির আঢ্য (৭৩),জ্যোতির্ময় আঢ্য (২৮), শ্রাবণী আঢ্য (২০) সুভাষ আঢ্য (৬০) ধীমান আঢ্য (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শিশির ও সুভাষের মধ্যে ৮০ নং বেনাহাটি মৌজায় ৪৬ শতক পৈত্রিক রেকর্ডিও সম্পত্তি জমি পূর্বপুরুষরা যেভাবে এ্যাওয়াজ বদল করে ভোগ দখল করে আসছিলেন। সেটা সূভাষ আঢ্য না মেনে শিশির আঢ্যের অংশের রাস্তার পাশের জমি দখলের জন্য মাটি ভরাট করতে যায়। শিশির আঢ্য বাধা দিলে বাক বিতন্ডা শুরু হয়ে এক পর্যায়ে সংঘর্ষ হয়।পরে সেটা সেনাবাহিনী এসে নিয়ন্ত্রনে আনে।
আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি কি করা হয় ।
শিশির আঢ্য জানান,৬০ বছর ধরে এই জমি এখন পর্যন্ত ভোগ দখল করছি আমি। কিছু লোক শালিশের নামে অন্যায় ভাবে অলিখিত তাদের দিয়ে যায়। যেটা গ্রামবাসী সহ আমি মানি না।
উল্লেখ্য উক্ত জমি জমা নিয়ে দীর্ঘ্যদিন ধরে বিবাদ চলে আসছিল। সেটা এখন আদালতে মামলা চলমান।
এ বিষয়ে নড়াইল জেলা যুবদলের সংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, তুলারামপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ইউসুফ মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন বেনাহাটি গ্রামে যেয়ে শালিশে মীমাংসা করতে যেয়েও ব্যর্থ হন। তারপরেই দখল নিয়ে এ সংঘর্ষ হয়।
এ বিষয়ে যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব বলেন,বিএনপি’র জেলা পর্যায়ের নেতৃবৃন্দের নির্দেশে দীর্ঘদিনের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। আপনারা যে যা পারেন করেন ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান,উক্ত সমস্যা জমি জমা নিয়ে। এটা আদালত নির্ধারণ করবে। তবে আইনশৃঙ্খলা যাতে অবনতি নয় সেজন্য পুলিশ তৎপর আছে। ###
আরও পড়ুনঃ নড়াইলে পুনরায় যৌতুক নিতে শান্তা খানমকে পিটিয়ে আহত করেছে স্বামী রিফায়েত
Leave a Reply