মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের খানসামা উপজেলা চলমান প্রাকৃতিক দুর্যোগে খানসামা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে মাঠে অবস্থান করছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করছেন।
উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার জানিয়েছেন, এই মুহূর্তে উপজেলার বিভিন্ন এলাকায় ধান পড়ে গেছে এবং জমিতে পানি জমে আছে। তিনি জানান, “আমি এইমাত্র পুরো উপজেলা ঘুরে দেখেছি। কিছু ধান পড়ে গেছে এবং জমিতে পানি রয়েছে। কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, প্রথমে ধান তুলে বেঁধে রাখতে। এরপর জমির পানি নিষ্কাশন করতে হবে। আবহাওয়া অনুকূল হলে বিপিএইচ ও পঁচানি প্রতিরোধী ওষুধ স্প্রে করতে হবে।”
উপজেলা কৃষি অফিসার আরো জানান,আমাদের মাঠকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন যাতে ফসলের ক্ষতি কমানো যায়।”
স্থানীয় কৃষকরা জানান, “কর্মকর্তারা আমাদের সঙ্গে আছেন। তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলে ফসলের ক্ষতি অনেকটা কমানো সম্ভব।”
উপজেলা কৃষি অফিসার আশ্বাস দিয়েছেন যে প্রয়োজন হলে আরও সহায়তা প্রদান করা হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার জন্য কর্তৃপক্ষ প্রস্তুত।
আরও পড়ুনঃ জাতীয় সমবায় দিবস-২০২৫ গাইবান্ধায় অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.