মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল(০১ নভেম্বর) শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় " সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় " প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাকিব হাসান তরফদার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। আলোচনা সভায় সঞ্চালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং স্পেশালিস্ট কৃষিবিদ মোঃ জহুরুল ইসলাম,পলশা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফজলে রাব্বি, অগ্রণী সেচ-প্রকল্পের সভাপতি মোঃ সাইফুল ইসলাম গাজী, সমিতির পক্ষ হতে বক্তব্য দেন পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল হক ও সমিতির সদস্য মোসাঃ তানিয়া বেগম প্রমুখ।
আরও পড়ুনঃ অধ্যক্ষের বিরুদ্ধে যত অনিয়ম, দুর্নীতির অভিযোগ শিক্ষার্থী ও শিক্ষকদের
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.