নড়াইল প্রতিনিধি: নড়াইলে এক হাজর ২'শ রোগীকে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে সদর উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সেবা প্রদান করা হয়।
শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার দীপ বিশ্বাস সুদীপ বলেন, মেডিকেল ক্যাম্পে মেডিকেল অফিসার সহ ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। প্রায় ১হাজার ২'শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা এম এম কামরুজ্জামান কামরুল, হায়দার আপনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ, দিপঙ্কর কুমার, ডাঃ সুমা দেবী বিশ্বাস, ডাঃ স্মৃতিকনা সরকার, ডাঃ মোঃ আলী রেজা রাজুসহ ১২জন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দেন।
আরও খবর: ডে-কেয়ার সেন্টার ও মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.