
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী গতকাল ২৯ শে অক্টোবর বুধবার হাটহাজারীতে আল-আমিন সংস্থা আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল-এর প্রথম দিনে প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন। তিনি বলেন, রাসূল (সা:) এর হাতেগড়া সাহাবায়ে কেরাম আমাদের অনুকরণীয় আদর্শ এবং তাদের জীবনাদর্শ আমাদের মুক্তির পথ।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, সরল ও সঠিক পথে চলার মাধ্যমে মুসলমানরা জান্নাতের পথে পৌঁছাতে পারে। কিন্তু সাহাবাদের প্রতি অবজ্ঞা বা কটূক্তি কখনো খাঁটি মুসলমান হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানান, সাহাবাদের বিরুদ্ধে সমালোচনার বিরুদ্ধে সচেতন আলোচনা করা উচিত, না হলে “ইলম গোপন করার অপরাধে” কেয়ামতের দিনে অভিযুক্ত হতে হবে।
মাহফিলে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর তুলে ধরে তথ্যবহুল ও জীবনমুখী আলোচনা করা হয়। অনুষ্ঠানে মাওলানা রিজওয়ান আরমান সঞ্চালক হিসেবে ছিলেন, ধারাবাহিক সভাপতিত্ব করেন মাওলানা শোয়াইব জমীরী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মোহাম্মদ শফী ও মাওলানা ওসমান সিকদার।
এছাড়াও আলোচক হিসেবে অংশ নেন আল্লামা কুতুবউদ্দীন নানুপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মুফতী রাশেদ, মুফতী রাফি বিন মুনির ও মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী প্রমুখ।
মাহফিলের অংশগ্রহণকারীরা পবিত্র কোরআন ও রাসূল (সা:) এবং সাহাবাদের জীবনাচরণ থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলার জন্য আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ গাইবান্ধায় পারিবারিক কলহে শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু
Leave a Reply