নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ দিনাজপুরে বীরগঞ্জের প্রাণ দাসের আত্মহত্যা নয়,পরিকল্পিত হ'ত্যা!
পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যা রহস্য
দিনাজপুরের বীরগঞ্জে প্রাণ দাসের (২৫) মৃ'ত্যু'কে প্রথমে আ'ত্মহ'ত্যা বলে দাবি করা হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এটি আ'ত্মহ'ত্যা নয়,বরং পরকীয়ার জেরে সংঘটিত এক সুপরিকল্পিত হত্যা। বুধবার-২৯ অক্টোবর-২০২৫ বিকেলে দিনাজপুর পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,"প্রাণ দাস হত্যাকাণ্ডটি প্রথমে আ'ত্মহ'ত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হলেও আমাদের তদন্তে প্রমাণ মেলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
গত ২০ অক্টোবর ২০২৫ নিহত প্রাণ দাসের মা সারতী রাণী দাস বীরগঞ্জ থানায় ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা নং-৩৪ দায়ের করেন। হতদরিদ্র দিনমজুর শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন যে, তার ছেলেকে হত্যা করা হয়েছে। বহুবার থানায় গিয়েও কোনো সঠিক তদন্ত না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত পিবিআই দিনাজপুরের কাছে আবেদন করেন।
পিবিআইয়ের তদন্তে উঠে আসে ঘটনার দিন প্রাণ দাসকে হত্যা করেন তার শ্বশুর নিপেন্দ্র নাথ রায়,শাশুড়ি জোসনা রানী,স্ত্রী পূজা রাণী দাস এবং ভায়রা দিপু রায়। হ'ত্যার পর তারা ঘটনাটিকে আ'ত্মহ'ত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। শাশুড়ি প্রথমে থানায় গিয়ে"ইঁদুর মারার বিষ খেয়ে আ'ত্মহ'ত্যা"বলে একটি অপমৃ'ত্যু মামলা দায়ের করেন। তবে পিবিআই দিনাজপুরের এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ছায়া তদন্তে সত্য উদ্ঘাটিত হয়। প্রমাণ মেলে,এটি ছিল একটি সুনিপুণভাবে সাজানো হ'ত্যাকাণ্ড।

পরবর্তীতে ২০ অক্টোবর রাতে চারজন আসামিকে বীরগঞ্জের ডাকেশ্বরী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
আদালতের অনুমতিক্রমে জিজ্ঞাসাবাদে দিপু রায় ও পূজা রাণী দাস হ'ত্যার কথা স্বীকার করেন। দিপুর জবানবন্দি অনুযায়ী,পূজা রাণীর-পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক কলহ থেকে প্রাণ দাসকে হ'ত্যা করা হয়। পরে দিপুর ঘর থেকে হ'ত্যায় ব্যবহৃত ইট তৈরির ফার্মা ও খাট জব্দ করে পুলিশ।
তদন্তের নেতৃত্বে ছিলেন পিবিআই দিনাজপুরের অ্যাডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন পিবিআই সবসময় গুরুত্বপূর্ণ মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্তে কাজ করে আসছে। এই মামলাটি ছিল এক অসহায় মায়ের কান্নার প্রতিদান। আমরা স্বল্প সময়ের মধ্যেই প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। এতে সাধারণ মানুষের মধ্যে পিবিআইয়ের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
প্রেস ব্রিফিংয়ে পিবিআইয়ের ইন্সপেক্টর মোস্তাফিজ, সাব-ইন্সপেক্টর মেহেদী হাসানসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এ সমম উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.