
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত ভয়াবহ “লগি-বৈঠার তাণ্ডব” ও হত্যাযজ্ঞের মূল হোতাদের বিচারের দাবিতে মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির হাসমত আলী সরদার। বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর এবং যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান।
বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর রাষ্ট্রীয় মদদে লগি-বৈঠা হাতে নিয়ে নিরস্ত্র নাগরিকদের উপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অথচ সেই নৃশংস ঘটনার মূল পরিকল্পনাকারীরা আজও বিচারের বাইরে।”
তারা আরও বলেন, “পল্টন ট্রাজেডির মূল হোতাদের বিচার না হলে জাতি কখনও ক্ষমা করবে না। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখব।”
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন রুহিয়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন্
Leave a Reply