বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৮ অক্টোবর ২০২৫ চরআমখাওয়া দলীয় কার্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে মিলাদ মাহফিল, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দেওয়ানগঞ্জ উপজেলা আহবায়ক মোঃ মুঞ্জু হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মোঃ কামরুজ্জামান হানিফ, মোঃ হুমায়ূন কবির, মোঃ আকরামুজ্জামান আক্রাম।
সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়ন যুব দল আহবায়ক মোঃ মজিবুর রহমান বিএ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বাবুল আক্তার।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান আলতাফ হোসেন। তিনি বলেন যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি শতাধিক যুবদল সদস্য অংশগ্রহণ করেন।
শেষে জাতির কল্যাণ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দলের সকল প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুনঃ রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.