রাশেদুল ইসলাম রনি, জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহ জহুরুল হোসেন। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা , উপজেলা শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী,গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহারিয়ার আহমেদ সুমন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ অনেকে।সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পৌর এলাকা থেকে ফুটপাত দখলমুক্ত করা,যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ,বাল্যবিবাহ প্রতিরোধ,
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি,
উলফাতুন্নেছা সরকারি
বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সিএনজি স্ট্যান্ড ও মাছ বাজার স্থানান্তর,অনলাইনে জুয়া ও মাদকবিরোধী অভিযান জোরদার করা।সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক সহযোগিতার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
আরও পড়ুনঃ জয়পুরহাটে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.