
এ.এস আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের শৈলকুপায় বউয়ের সাথে ঝগড়ার জেরে রিভন হোসেন (২৫) নামে এক স্বামী আ/ত্ম/হ/নন করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের শেখপাড়া-বাখরবাহ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রিভন ওই গ্রামের লিটন হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রিভনের। সম্প্রতি তিনি আর্থিক সংকটে পড়েন। ঢাকায় চাকরির উদ্দেশ্যে যাওয়ার জন্য স্ত্রীর কাছ থেকে কানের দুল নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করেন। তবে ঢাকায় যাওয়ার আগেই প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়ে যায়। এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
পরে রিভন ঢাকায় যান চাকরির খোঁজে। কিন্তু চাকরি না পেয়ে কয়েকদিন পর বাড়ি ফিরে আসেন। এরপর আবারও দাম্পত্য কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। ফোনে কথাকাটাকাটির পর রিভন মানসিকভাবে ভেঙে পড়েন।
সোমবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান রিভন। পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর রাতের কোনো একসময় তিনি গলায় ওড়না পেঁচিয়ে আ/ত্ম/হ/নন করেন। মঙ্গলবার সকালে মা খাবারের জন্য ডাকতে গিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রিভনের নিথরদেহ উদ্ধার করেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেন
আরও পড়ুনঃ সানন্দবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Leave a Reply