মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীটি উদযাপন করা হয়।
চিরিরবন্দর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা এবং ১২টি ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য, জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া।
আলোচনা সভায় বক্তারা যুবদলের দীর্ঘ ৪৭ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবশক্তির ভূমিকার ওপর আলোকপাত করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১৯টি বিপজ্জনক কন্টেইনার ধ্বংস
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.