গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধায় রক্তদান সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (২৮ অক্টোবর ২০২৫) গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে বাঁধন, গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাইবান্ধা সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে বাঁধন ইউনিটকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বক্তারা বলেন, বাঁধন শুধুমাত্র একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি সামাজিক আন্দোলন। তরুণ সমাজকে মানবসেবায় অনুপ্রাণিত করতে বাঁধনের ভূমিকা অনন্য। উক্ত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, বাঁধনের বর্তমান ও প্রাক্তন সদস্যসহ কলেজের শিক্ষার্থীরা। আরো
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৮ অক্টোবর ঢাকার মিরপুরে বাঁধনের যাত্রা শুরু হয় রক্ত দাও, জীবন বাঁচাও,স্লোগান নিয়ে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সারাদেশে হাজারো অসহায় রোগীর জীবন বাঁচাতে রক্ত সরবরাহ করে মানবতার প্রতীক হিসেবে সবার অন্তরে জায়গা নিয়েছে।
আরও পড়ুনঃ ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.