হ্নীলায় যুবদল নেতা ছৈয়দুল আমিন-শাহ জালালের দোয়া মাহফিলে বক্তারা ; শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বার্তা পরিবেশক :- ২৪ অক্টোবর দুপুর আড়াই টায় হ্নীলা রঙ্গিখালী গাজীপাড়া মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার সাবেক যুগ্ম- আহ্বায়ক শহীদ শাহ জালাল ও শহীদ ছৈয়দুল আমিনের ১৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া- টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্নসম্পাদক ও হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণি,হ্নীলা উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ মেম্বার, আবছার কামাল নোবেল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির যুগ্নসম্পাদক জামাল সাদেক রিফাত,টেকনাফ উপজেলা শ্রমিক দলের সভাপতি হোসাইন মোঃ আনিম, টেকনাফ উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা মর্জিনা আক্তার ছিদ্দিকী,হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, টেকনাফ উপজেলা তাঁতী দলের আহবায়ক রফিকুল ইসলাম হৃদয়, শহীদ ছৈয়দুল আমিন-শাহ জালাল স্মৃতি সংসদের সদস্য ও দক্ষিণ শাখা বিএনপির যুববিষয়ক সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোক্তার হোছন বাপ্পী, উপজেলা ছাত্রদল নেতা জাবেদ ইকবাল, হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক মোঃ সেলিম সর্দার, সদস্য সচিব মোহাম্মদ সেলিম, যুগ্নআহবায়ক আব্দুল খালেক রানা প্রমুখ।
এতে বক্তারা বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭বছর শাসনামলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। ছৈয়দুল আমিন-শাহ জালালের মতো অনেক নেতাকর্মী জীবন দিয়ে বিএনপিকে টিকিয়ে রেখেছে।
বিএনপি পরিবারের নিহত সকল শহীদের আত্নার মাগফিরাতের পাশাপাশি তাদের পরিবারের সদস্য বিএনপির ত্যাগী নেতা শাহ আলম, আবুল আলম বিভিন্ন মিথ্যা ও হয়রানিমুলক মামলার শিকার হয়ে ফেরারী দিন-যাপন করেছে। এখনো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের হচ্ছে।
যা খুবই দুঃখজনক। বর্তমান সময়ে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপূল ভোটে বিজয়ী করতে হবে। তাতেই বিএনপির জন্য শাহাদাত বরণকারীদের আত্না শান্তি পাবে বলে জানান। এজন্য মতভেদের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আরও পড়ুন পত্নীতলায় বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব-২০২৫’ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.