
মাহবুবুজ্জামান সেতু,
নওগাঁ প্রতিনিধি:“বৈচিত্র্যের মাঝে ঐক্য, গড়ে তুলি সম্প্রীতির বন্ধন”— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব-২০২৫’।
শনিবার (২৫ অক্টোবর) পত্নীতলা উপজেলা পরিষদ হলরুমে ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক ফোর্ব ফোরাম -এর উদ্যোগে দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মুন্ডা সম্প্রদায়ের নৃত্যশিল্পী বিপ্লব কুমার এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন রনি ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অপারেশন ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রকল্পের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা এবং চার্চ অব ইংল্যান্ড এর পরিচালক চার্লস রিড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —দ্য হাঙ্গার প্রজেক্টের
সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়,ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রকল্পের প্রোগ্রাম উপদেষ্টা রুহি নাজ,সুজন (সুশাসনের জন্য নাগরিক), নওগাঁ জেলা শাখার সভাপতি
মোফাজ্জল হোসেন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন —দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মিযানুর রহমান, এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন,বাংলা ফোর্ব ফোরামের সভাপতি মমত মারিয়ম বেগম শেফা,নওগাঁ জেলা ফোর্ব ফোরামের সভাপতি সাজেদুর রহমান দুলাল প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করছে, আর এই বৈচিত্র্যই আমাদের ঐতিহ্য ও শক্তি। তারা তরুণ প্রজন্মকে এই সম্প্রীতির বন্ধন ধরে রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বৈচিত্র্য ও সম্প্রীতির চর্চা সমাজে সহনশীলতা বৃদ্ধি করে এবং একটি সুন্দর, মানবিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিনব্যাপী এ উৎসব পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হয়।
আরও পড়ুন ভূরুঙ্গামারীতে মাদক আটক করে, ৭৫ হাজার টাকায় মাদক ছেড়ে দেওয়ার অভিযোগ
Leave a Reply