নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ ২৫ অক্টোবর শনিবার দুপুরে শ্রমিক ইউনিয়নের আয়োজনে নড়াইল নতুন বাস টার্মিনালে মৃত শ্রমিক শাহজাহান আলী, ইব্রাহিম খান,সিরাজুল ইসলাম ও ইফতিয়ার হোসেনের পরিবারের সদস্যদের কাছে নগদ ৩০ হাজার টাকা করে চার পরিবারের সদস্যদের মাঝে এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য ও অনুদানের টাকা প্রদান করেন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকতুল হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃ তিতু গাজি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস কোষাধ্যক্ষ মাহবুব হোসেন, কার্যকরী নির্বাহী সদস্য ইসরাফিল শেখ।
বক্তারা মৃত শ্রমিক নেতা সাদেক খান জাহাঙ্গীর বিশ্বাসের বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনা করে ও তাদের অবদানের কথা স্বীকার করে বলেন,২০২৩ সাল থেকে এ পর্যন্ত আমরা ২৯ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ৮ লক্ষ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছি।
শ্রমিক নেতারা অত্যন্ত দুঃখের সাথে জানান শ্রমিক নেতা মুসাকে যারা হত্যা করেছে তাদের বিচার না করে নিরপরাধ শ্রমিক নেতাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
আমরার সাংবাদিকদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারকদের জানাই প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় আনতে চেষ্টা করুন। নিরঅপরাধী শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিন।
আরও পড়ুন রাষ্ট কাঠামো ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি প্রার্থী আরুণী’র
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.