
আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি: রাউজান থানার অন্তর্গত অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দলইনগর মদিনাতুল উলুম মাদরাসা ৪০ তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার ২৪ শে অক্টোবর বাদ ফজর থেকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে তাকরীর শুরু হয়।
এতে প্রধান বক্তা ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবু নগর মাদ্রাসা র মহা পরিচালক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী- তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন শাপলা চত্ত্বর হতে ২৪ এর আগস্ট পর্যন্ত হেফাজতে ই’সলামের অবদান এদেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না। ২১ সালের মুদি বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা রয়েছে অনেক। এই আন্দোলনে অনেক আলেম ওলামা ও মাদ্রারাসার ছাএ শহীদ হয়েছে আমরা আজ তাদের কে গভীর শ্রদ্ধার সহিত স্বরণ করছি।
এই সময় মাঠে আরো তাকরীর পেশ করেন ; আল জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা র শাইখুল হাদীস আল্লামা শেখ আহমদ সাহেব, রাউজান উপজেলা হেফাজতের সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরী, চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার মহা পরিচালক আল্লামা আজিজুল হক আল মাদানী, কক্সবাজার রামু জোয়ারিয়ানালা মাদ্রাসার পরিচালক আল্লামা হাফেজ আবদুল হক, বাবু নগর মাদ্রাসা র শাইখুল হাদীস আল্লামা মুফতি মাহমুূদ হাসান সাহেব, ফতেহপুর নাছিরুল ইসলাম মাদ্রাসা র মহা পরিচালক মুফতি মাহমুদুল হাসান, আল জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন,
রাউজান উপজেলা হেফাজতের সহ সভাপতি ক্বারী শহিদুল্লাহ, কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ এর খতিব মুস্তাফা নূরী, চট্টগ্রাম আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মুফতি রিদওয়ানুল কাদের, বোয়ালখালী খরণদ্বীপ মাদ্রাসা র পরিচালক আহমদ বিন সালাম সাহেব, মেখল হামিউসুন্নাহ মাদ্রাসা র সিনিয়র শিক্ষক মাও ইসমাইল খানঁ সাহেব। রাউজান উপজেলা হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাও হারুন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর যুবদলের সিনিয়র সহ সভাপতি সাবের সুলতান কাজল, সহ সভাপতি এম মোজাম্মেল হক, চার নং গহিরা ইউনিয়ন এর বিএনপির আহ্বায়ক মিয়াজি জাহাঙ্গীর, উওর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ওহিদুল আলম, উওর জেলা ছাএদলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সোহেল চৌধুরী, রিপন, আবুল মনসুর, আশেকুর রহমান ফয়েজ, মনিরুল ইসলাম চৌধুরী, তাজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ কামাল,খোকন, আকবর, সেলিম, রুবেল,ফরিদ, ইকবাল,শহিদ, শোয়েব, আইয়ুব মেম্বার, ফারুক, হাফিজ, শাহিন, সুমন, মনসুর, মোহাম্মদ বাবুল আলিম প্রমুখ্য।
আরও পড়ুনঃ শৈলকুপায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকাবাসীর উপচে পড়া ভিড়
Leave a Reply