
ইসলামপুর জামালপুরঃ প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর পৌরশহরে কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর ৫০০শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শওকত হাসান মিঞা।
শনিবার(২৫অক্টোবর) বিকেলে তাঁর নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০০শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল,আলু,তেল,লবণ ও ডাল বিতারণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও তত্ত্বাবধান করেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন। এসময় উন্নয়ন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিমসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকত হাসান মিঞা বলেন,যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের এই প্রান্তিক মানুষগুলোর কষ্ট আমাকে নাড়া দেয়। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি সবসময় চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে।”
তিনি আরও বলেন,এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইসলামপুরের সার্বিক উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যাবেন।
স্থানীয় জনগণ ও উপস্থিত ব্যক্তিরা সমাজ সেবামূলক এ উদ্যোগের প্রশংসা করে বলেন,“শওকত হাসান মিঞা আমাদের এলাকার গর্ব। তিনি সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিএনপি প্যানেলের পূর্ণ জয়
Leave a Reply