নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির নবগঠিত কমিটি থেকে নাম বাদ পড়ায় বঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেছেন। “পরিশ্রমীদের বাদ, সুবিধাভোগীদের পদ মেনে নেব না” — এই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪ টায় মোহনগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির বঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে মোহনগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন— দলের ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের উপেক্ষা করে সুবিধাভোগী ও নিষ্ক্রিয়দের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির ১ নং সদস্য ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন,
“আমরা যারা বছরের পর বছর রাজপথে থেকেছি, দলের জন্য কাজ করেছি— আমাদের নাম বাদ দিয়ে কিছু সুবিধাভোগীকে পদে বসানো হয়েছে। এটা আমরা মানতে পারি না।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আহবায়ক কামিটির সদস্য শুক্কুর আলী, ৮ নং ওয়ার্ডের মনোয়ার হোসেন, মিস্টার আলম, ও খলিলুর রহমানসহ স্থানীয় ত্যাগী নেতারা।
তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির কাছে দাবি জানান— নবগঠিত কমিটি পুনর্গঠন করে প্রকৃত কর্মীদের অন্তর্ভুক্ত করা হোক।
সংবাদ সম্মেলন শেষে বঞ্চিত নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন।
মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান মাস্টার বলেন, আমরা ১১০ জন উপস্থিতি স্বাক্ষরিত যে কমিটি করে দিয়েছি সেটি সবার সম্মতিক্রমেই করা হয়েছে এখন যে অভিযোগ উঠেছে সেটি ঠিক নয় ।
বিএনপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইউনিয়ন পর্যায়ে দলের ঐক্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে দ্রুত এ সংকটের সমাধান হবে বলেও আশা করছেন কর্মীরা।”
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.