রাশেদুল ইসলাম রনি:
ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
সিলেট বিভাগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শাহ জহুরুল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
জানা যায়, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার কুলাউড়া উপজেলাতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতিশীলতা ও জনমুখী সেবা নিশ্চিতকরণে শাহ জহুরুল হোসেন ভূমিকা রাখেন। তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার ফলেই তাঁকে বিভাগীয় শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পর বর্তমান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন,“এই সম্মান কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি মাঠ প্রশাসনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর কঠোর পরিশ্রম ও দায়িত্বশীলতার প্রতিফলন। আমি সবসময় জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।”
আরও পড়ুন মোহনগঞ্জে বিএনপির কমিটি থেকে নাম বাদ — বঞ্চিত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.