
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া ডি.এম. কলেজের সামনে আজ শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে একটি রূপসা পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বটগাছে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাসচালক গুরুতরভাবে আহত হয়েছেন, তবে কোনও নিহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত আহত চালককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঝিনাইদহগামী ছিল এবং অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। হঠাৎ মোড় ঘোরার সময় বাসটি সড়ক থেকে ছিটকে বটগাছে আঘাত হানে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
Leave a Reply