এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাদিক নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায় রাজপুত্রের মতো ফুটফুটে ছোট্ট সাদিক। পরিবারের কেউ টের পাওয়ার আগেই সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি বাড়ির আঙিনায় দেখা না গেলে শুরু হয় উন্মত্ত খোঁজাখুঁজি। গলিপথ, উঠোন, পুকুরপাড়—সবখানেই উদ্বিগ্ন স্বজনদের কান্না আর চিৎকারে পরিবেশ ভারী হয়ে ওঠে। অবশেষে পুকুরের পানিতে ভেসে ওঠে ছোট্ট সাদিকের নিথর দেহ।
দাদু মজিবর রহমান ছুটে গিয়ে তাকে বুকের ভেতর তুলে নেন। যে বুক একদিন নাতির হাসিতে ভরে উঠত, আজ সেখানে কেবল হাহাকার। দ্রুত অচেতন অবস্থায় শিশুটিকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে কেউ বুঝে ওঠার সুযোগ পাননি। পরিবার ও এলাকাজুড়ে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে
আরও পড়ুনঃ বরিশালে ৫৪ বছরেও ভাগ্যের পরিবর্তন হয়নি: মানুষের ভরসা নৌকা,,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.