
বৈশাখী টিভির ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘ভ্রমণ বাংলাদেশ’।আগামী শনিবার ২৫ অক্টোবর থেকে প্রচার শুরু হবে। সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার সন্ধ্যা ৫.৪০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রথম পর্ব সাজানো হয়েছে সাজেক ভ্যালি নিয়ে।
বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের সার্বিক ব্যবস্থাপনায় ,মুরাদ খানের গ্রন্থনা,চিত্রগহণ ও পরিচালনায় অনুষ্ঠানের ধারাবর্ণনা করেছেন সৈয়দ ইসমাত তোহা। প্রযোজনা বৈশাখী টিভি অনুষ্ঠান বিভাগ।
বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ভ্রমণপিপাসু মানুষের কথা চিন্তা করেই বৈশাখী টিভির আয়োজন ‘ভ্রমণ বাংলাদেশ’। অনুষ্ঠানটি দশৃকদের কাছে দারুণ উপভোগ্য হবে বলে মনে করি। এ রকম একটি প্রোগ্রাম করার ইচ্ছে দীর্ঘদিনের।
কারণ, আমাদের এ দেশে একদিকে যেমন আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মত বিরল জায়গা কুয়াকাটা, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন আবার তেমনি আছে পার্বত্য চট্রগ্রামের পাহাড়, বন, লেক এবং সিলেটের চা বাগান ও ছোট বড় বনাঞ্চল।
নদীমাত্রিকতায় সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী, এছাড়াও উত্তর ও পূর্বাঞ্চলের হাওড়-বাওড়গুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম লীলাভূমি। এরকম আকর্ষণীয় স্থাপনা ও দর্শনীয় স্থান ছড়িয়ে আছে বাংলার উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য- আমাদের দেশের বিভিন্ন স্থানের জনসমাজের পরিচয় ও পাহাড়ী অঞ্চলে বাস করা উপজাতীদের জীবনযাত্রা রীতি, আচার প্রথা, ধর্ম ও সংস্কৃতিকে তুলে ধরা। প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষায়, বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী ঝুঁকির হাত থেকে রক্ষা করে আগের অবস্থায় নিয়ে আসার জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
সেই সঙ্গে সঠিক তথ্য ও নান্দনিক প্রকৃতির ভিতর দিয়ে ভ্রমণ পিপাসু মানুষকে ভ্রমণে আকৃষ্ট করা এবং দেশীয় সংস্কৃতির অগ্রযাত্রাকে বেগবান করা।
আরও পড়ুনঃ সুবর্ণচরে বালু খেকো মনির কে কোন ভাবেই থামানো যাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে জনবসতিপূর্ণ এলাকা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.