
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুরে “নিরাপত্তা পুলিশই জনতা, জনতাই পুলিশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় রাজিবপুর থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজিবপুর থানা পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মণ্ডল, উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ ও জনতার সম্পর্ক যত দৃঢ় হবে, ততই সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন বা সমাজ থেকে অন্যায়-অবিচার নির্মূল করা সম্ভব নয়। ওপেন হাউজ ডে’র মাধ্যমে জনসাধারণ তাদের মতামত, অভিযোগ ও পরামর্শ সরাসরি পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরতে পারছে, যা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথি এএসপি রাসেল কবির বলেন,
“পুলিশের মূল লক্ষ্য জনগণের সেবা করা। আমরা চাই, জনগণ আমাদের অংশীদার হোক— যেন সবাই মিলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা যায়।”
রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম বলেন,
“আমরা জনগণের পাশে আছি এবং থাকব। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় জনগণের সহযোগিতা চায়।”
অনুষ্ঠান শেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।
সচেতনতা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে রাজিবপুরে “জনগণের পুলিশ” গঠনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আরও পড়ুনঃ : নালিতাবাড়ী ও হালুয়াঘাট এলাকা থেকে বিজিবি’র জব্দ অর্ধকোটি টাকার মালামাল
Leave a Reply