বিশেষ প্রতিনিধি
যশোর শহরের রেলগেট কার স্ট্যান্ডে যুবকের ওপর হাতবোমা হামলার হোতা রবি ওরফে পিচ্চি রবিকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা ।
আটক পিচ্চি রবি রেলগেট চোরমারা দীঘির পাড়ের বাসিন্দা এবং একাধিক মামলার আসামি। মঙ্গলবার দুপুরে চাঁচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আটকের আগেও পিচ্চি রবি চাঁচড়া মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে র্যাব ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করে।
মামলার সূত্রে জানা যায়, প্রাইভেটকার চালক রনি গত শনিবার দুপুর তিনটার দিকে বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মুরাদ ও রবি এসে তাকে বেনাপোলে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু রনি জানান, তার গাড়িতে ভাড়া আছে, তিনি ব্যস্ত থাকায় যেতে পারবেন না।
এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। প্রায় আধা ঘণ্টা পর পিচ্চি রবি, পুলেরহাটের কবিরের ছেলে মুরাদসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে এসে রনিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রনির মাথার উপর দিয়ে পাশের এক দোকানে বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরণের স্প্লিন্টারে রনির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
হামলার পর আসামিরা রনিকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার রাতে আহত রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে পিচ্চি রবি ও মুরাদকে আসামি করে মামলা করেন।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. রাসেল জানান, পিচ্চি রবির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা জানতে পারেন তিনি চাঁচড়া এলাকায় অবস্থান করছেন।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ মোহনগঞ্জে পরকীয়া কান্ডে মহিলা মেম্বারের স্বামী হাতেনাতে আটক, বিয়ে করে নিস্তার।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.