
রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন পরিচালক (অর্থ ও প্রশাসন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব মাহবুব আলম। উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা আইসিটি অফিসার ফুয়াদ মুহাম্মদ খান।উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন প্রমুখ।
সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম।
তিনি এআই প্রযুক্তির আধুনিক প্রবণতা, সম্ভাবনা এবং সরকারি সেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকা শক্তি। প্রযুক্তি জ্ঞানের সঠিক প্রয়োগেই ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব।
Leave a Reply