তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রি করায় ‘সততা ড্রাগ হাউজ’ নামের একটি ফার্মেসিকে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
সোমবার (২০ অক্টোবর) সকালে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অনলাইন ও অফলাইনে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে— কোনো বেসরকারি সংগঠনের কি আইনগতভাবে দোকান বন্ধ বা জরিমানা করার ক্ষমতা আছে।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিনও সততা ড্রাগ হাউজে ওষুধ বিক্রি চলছিল। এসময় এক ক্রেতার কাছে পাইকারি দরে, অর্থাৎ সমিতির নির্ধারিত মূল্যের চেয়ে কিছু কম দামে ওষুধ বিক্রি করা হয়।
বিষয়টি সমিতির কানে গেলে তারা দোকানে গিয়ে এক হাজার টাকা জরিমানা করে এবং ছয় ঘণ্টার জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এ সময় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না।
সততা ড্রাগ হাউজের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, একজন ব্যবসায়ী নিয়মিত ক্রেতা হিসেবে এসেছিলেন। তাকে একটু ছাড় দিয়েছিলাম। এ কারণেই সমিতির পক্ষ থেকে আমাকে জরিমানা করে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ আমিও সমিতির একজন সদস্য।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সিনা বলেন, বিষয়টি জেলা কমিটির সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। যা করা হয়েছে, তা সমিতির নিয়ম অনুযায়ী।
অন্যদিকে, শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম বলেন, ওষুধ বিক্রিতে বেশি বা কম মুনাফা নেওয়া ব্যবসায়ীদের নিজস্ব ব্যাপার। এজন্য কাউকে জরিমানা বা দোকান বন্ধ রাখার সরকারি কোনো নির্দেশনা নেই। কোনো সমিতিকেও সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুনঃ নড়াইলে বিএনপির সভাপতি সেক্রেটারির ধানের শীষের প্রচারে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.