বিশ্বজিৎ চন্দ্র সরকার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অমিমাংসিত জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক ছামিউল ফকির (১৮), তার পিতা হাবিব ফকির (৫২), চায়না বেগম (৪৪), হেমায়েত ফকির (৫২), সামসুন্নাহার (৪৪) ও সজিব ফকির (২২)। তাদের মধ্যে হাবিব ফকির, চায়না বেগম, হেমায়েত ফকির ও সামসুন্নাহারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত হাবিব ফকির ও হেমায়েত ফকির পরস্পর চাচা-ভাতিজা। দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি অমিমাংসিত জায়গায় পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের চেষ্টা করলে হেমায়েত ফকির ও তার স্ত্রী বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।
আরও পড়ুনঃ রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.