মালিকুজ্জামান কাকা: যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ফজলে রাব্বি মোপাশা সভাপতি ও শাহিনশা রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এস এম তৌহিদুর রহমান ও অধ্যাপক ইবাদত আলী।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ ইসাহক জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ১০১ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। গভীর রাতে ভোট গণনা শেষ হয়।
নির্বাচনে ফজলে রাব্বি মোপাশা ৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন পেয়েছেন ৩৩ ভোট । সাধারণ সম্পাদক পদে শাহিনশা রানা ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর ইসলামের ভোট ৩২।
এছাড়া সহ-সভাপতি দুই পদে শরিফুল ইসলাম ও সুলতান আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক দুই পদে আবু ইসাহক বাবু ও আহম্মেদ মজনুল করীম, সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ আক্তার, প্রচার সম্পাদক বিপ্লব মাহমুদ, দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কাসেম আলী লস্কর, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন তোতা নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য তিনটি পদে রানা হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া ও শরিফুল ইসলাম লাভলু নির্বাচিত হয়েছেন।
আর শিল্প ও সমাজ কল্যাণ সম্পাদক রাহিমা খাতুন হাফিজ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরও খবর : বৃহত্তর যশোর সমিতি ঢাকার সভাপতি ওবায়দুর রহমান সম্পাদক ডা. নাসিরউদ্দিন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.