নওগাঁ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং ধানের শীষের গণজোয়ার সৃষ্টির জন্য মান্দায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম এ মতীন।
শুক্রবার (১৭ অক্টোবর)বিকেলে উপজেলার কসব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে বিএনপির দৃষ্টিভঙ্গি ও ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এম এ মতীন।
এ সময় তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একমাত্র রোডম্যাপ।”
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ্যাড.মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন,কসব ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম সরদার,সাধারণ সম্পাদক লিয়াকত আলী,সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী,কসব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।
আরও পড়ুনঃপ্রধান উপদেষ্টা ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশন- জুলাই সনদে স্বাক্ষর-সংশয়-কাটলো?
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.