1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  4. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  5. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  6. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  7. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  8. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস শৈলকুপায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলবে না চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যেগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোটচাঁদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল নরসিংদীতে যারা জামানত হারাবে-তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে :খায়রল কবির খোকন শেরপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের সমাবেশ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ঐক্য অপরিহার্য: শফিউল আলম নাগরপুরে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঢাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী’র বনানীতে দাফন সম্পন্ন- শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দাফন সম্পন্ন জামালপুরে ইয়াবার বড় সিন্ডিকেটে মুসলিমাবাদের জনি,মোস্তফা আর সেই ফারুক

টেকনাফে মাদক সম্রাটের বাড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-অস্ত্রসহ দুজন আটক

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত
22

জামাল উদ্দীন,

কক্সবাজার সীমান্তবর্তী উপজেলা টেকনাফ সাবরাং মন্ডলপাড়ায় ট্রাক পরিবহন চালক জুবায়ের আলিশান বাড়িতে (২বিজিবি) শ্বাসরুদ্ধকর অভিযানে ইয়াবা, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করেছে।

সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক দুঃসাহসিক অভিযান সম্পন্ন করে প্রশংসিত হয়েছেন।

দীর্ঘদিনের নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৬ অক্টোবর, একটি সঙ্ঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের আস্তানায় আঘাত হেনে বিজিবি ১৯ হাজার ২ শত পিস ইয়াবা ট্যাবলেট, দশ লক্ষাধিক টাকা এবং চোরাচালানে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করতে সক্ষম হয়।

এই সফল অভিযানটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার বিজিবি’র দৃঢ় প্রতিজ্ঞার ফসল। টেকনাফ ২ বিজিবি সম্প্রতি বেশ কিছু মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সাবরাং মন্ডলপাড়া গ্রামে মাদক কারবারের মূলহোতা মৌঃ জুবাইর-এর সন্ধান পায় ২ বিজিবি।

গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়ার পর জুবাইরের বিলাসবহুল ও সুরক্ষিত বাড়িটিই মাদক মজুত ও বিপণন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। টেকনাফের শান্তি ও নিরাপত্তা রক্ষায় লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসির নেতত্বে অর্ধশতাধিক বিজিবি সদস্যের সমন্বয়ে গঠিত ২ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ঐদিন সন্ধ্যায় রহস্যময় বাড়িটিকে ঘিরে ফেলে অভিযান শুরু করে।

মাদক চক্রের আস্তানায় প্রায় ৮ (আট) ঘণ্টাব্যাপী নিরলস তল্লাশি চালায় বিজিবি চালিয়ে হটপটের ভিতরে লুকায়িত বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দেওয়াল টপকে পালানোর সময় আইয়ুব আলী (৩৭)কে গ্রেফতার করা হয়। একইসাথে, বাড়ির অভ্যন্তরে আত্মগোপন থাকা মূলহোতার স্ত্রী ফাইজা আক্তার (১৯) কেও আটক করা হয়।

দীর্ঘসময় ধরে চলা মাদক বিরোধী অভিযানে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের
ব্যাটালিয়ন ন সদর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দ্রুত আইনের আওতায় ফলে বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক বিক্রয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সহিংস চক্রটির ব্যবহৃত ০৭টি চাপাতি এবং ০৪টি চাকুসহ মোট ১১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাছাড়া, বাড়ির ভেতরে ও বাইরে মাদক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ২টি ওয়াকিটকি সেট এবং ০৪টি সার্ভেল্যান্স সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

এছাড়াও, মাদক বিক্রয় হতে প্রাপ্ত নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ ব্যাংক লেনদেনের প্রমাণাদি জব্দ করা হয়েছে। উল্লেখ্য তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে মাদকদ্রব্য প্যাকেজিং এর জন্য ব্যবহৃত মেশিন এবং গোপনে ইয়াবা পরিবহনের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত মোটরসাইকেলের দুইটি তেলের ট্যাংক উদ্ধার করা হয়। তবে, মাদক কারবারী চক্রের মূল হোতা মোঃ জুবাইর (৪০) এখনও পলাতক থাকলেও, তাকে আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ চজ্ঞ।

তার বিরুদ্ধে ইতিপূর্বে চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়েরকৃত মাদকের মামলা রয়েছে। ধৃত মাদক কারবারীরা হলেন, ফাইজা আক্তার (১৯), স্বামী- মোঃ জুবাইর।

গ্রাম-সাবরাং মন্ডলপাড়া, পোষ্ট-সাবরাং, থানা-টেকনাফ, আইয়ুব আলী (৩৭), পিতা-আবুল কালাম। গ্রাম-মৌলভী-পাড়া, (ওয়ার্ড (ওয়ার্ড নং-০৮) টেকনাফ। পলাতক আসামী ইয়াবা গডফাদার মোঃ জুবাইর (৪০), পিতা-ফজল হক।-সাবরাং মন্ডলপাড়া, টেকনাফ। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “আপনাদের ভবিষ্যৎ আমাদের কাছে আমানত।

মাদক কারবারী যতই শক্তিশালী চক্রই হোক, দেশের মাটি থেকে মাদক চোরাচালানের কালো ছায়া সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য বিজিবি’র সকল সদস্য সদা প্রস্তুত।

আমাদের এই নিরলস পরিশ্রম মাদকমুক্ত টেকনাফ গড়ার প্রত্যয়কে আরও মজবুত করবে। সীমান্ত সুরক্ষার এই সংগ্রামে আমরা সবসময় আপনাদের পাশে আছি।” আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ মান্দায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park