নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি দল চর রাজিবপুর বটতলার স মিলের পশ্চিম পাশে অভিযান চালায়।
অভিযান চলাকালীন উপজেলার সদর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হানিফ আলীর ছেলে আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক মান্নান দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিল। সে উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ওসি শরিফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে রাজিবপুর থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয় সচেতন মহল পুলিশি এই অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
রাজিবপুরে মাদকের এই বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
চলতি বছরের মধ্যে রাজিবপুর থানা পুলিশের এটি মাদকবিরোধী আরেকটি সফল অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুনঃ মহেশপুরে বিজিবির অভিযান: ফেন্সিডিল উদ্ধার ও ৬ বাংলাদেশি নাগরিক আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.