
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির সদস্যরা পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ অক্টোবর রাত ১১টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী গ্রামে সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন বিকেল ৩টা ৫০ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিংনগর গ্রামের পাশে সামসুলের মেহগনি বাগানে হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিনে বিকেল ৫টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাঘাডাংগা গ্রাম সংলগ্ন সীমান্তে টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে দুই নারী ও এক শিশুসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।
পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।এছাড়া ১৬ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিপুলবাড়িয়া গ্রামের রশিদ ইসলামের আম বাগান সংলগ্ন এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় দুই পুরুষ নাগরিককে আটক করা হয়।
একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে বাঘাডাংগা এলাকায় আরও এক নারীকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়।
আটককৃত সকলকে আইনানুগ প্রক্রিয়ায় মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।অভিযানের বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ বান্দরবান জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Leave a Reply