নিজস্ব প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ পাগলা হযরত (৩০) নামে এক যুবককে আটক করেছে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার সকালে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী রামরামপুর এলাকা থেকে তাকে আটক করেন।
জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমানের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধানুয়া কামালপুর বিওপির বিজিবির সদস্যরা রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ পাগলা হযরতকে আটক করা হয়।
আটককৃত হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের ইমাম হোসেনের ছেলে। পরে আটককৃত হযরতকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, সীমান্তে ইয়াবা সহ বিজিবির হাতে একজন আটকের ঘটনায় থানায় মামলা রুজু হবে।
আরও পড়ুনঃচট্টগ্রামে বর্জ্য থেকে পরীক্ষামূলক বায়োগ্যাস উৎপাদন শুরু করেছে চসিক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.