
নড়াইল প্রতিনিধি
নড়াইলে এবারের এইচএসসি/সমমান পরীক্ষায় কালিয়া আলিম মাদ্রাসা থেকে কেউ পাশ করেনি। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীনে এবারের বোর্ড পরীক্ষায় কালিয়া আলিম মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছিল ২১ জন। তবে কেউ পাশ করেনি।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দবির উদ্দিন বলেন, এবার বোর্ড পরীক্ষায় মোট ২১ জন পরীক্ষার্থী ফরম-ফিল-আপ করে। এর মধ্যে ১০ জন ছাত্রী এবং ১১ জন ছাত্র। ১০ জন ছাত্রীর মধ্য ৮ জনেরই বিবাহ হয়ে গেছে। সবাই ঠিকমতো ক্লাস করেনি। তাছাড়া বোর্ড পরীক্ষায় ১৫ জন অংশগ্রহণ করে। তবে কেউ পাশ করেনি।
প্রসঙ্গত, এবার জেলায় জেনারেল শাখায় ১শ ২৬জন, কারিগরি শাখায় ৩ জন এবং মাদ্রাসা পর্যায়ে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে জেনারেল শাখায় সর্বোচ্চ ৭২ জন জিপিএ-৫ পেয়েছে।
এর পরই লোহাগড়া সরকারি আদর্শ কলেজ থেকে জেনারেল শাখায় ৯জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় জেলায় এবার জিপিএ-৫ এর সংখ্যা অর্ধেকের নীচে।
আরও পড়ুনঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর জেলা ইউনিট গঠন ভাইস চেয়ারম্যান খোকন, সেক্রেটারি টুকুন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.