এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের দুটি করে মোট চারটি ইউনিটের আন্তরিক প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্টেশন কর্মকর্তা মোকাররম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। নির্বাপণ শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বাকলিয়া বিদ্যুৎ বিতরণকেন্দ্রের পাশে সৈয়দ শাহ রোডের মুখের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। ট্রান্সফরমার ও তারের জঞ্জাল থেকে লাগা আগুন দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন।
এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ভবনটিতে একটি মাদ্রাসাও রয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান রাত সোয়া ১০টা বলেন, ‘আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। বহুতল ভবনটির দুই থেকে চারতলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ মান্দায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.