এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীতে বর্জ্য থেকে পরীক্ষামূলকভাবে বায়োগ্যাস উৎপাদন শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
বুধবার (১৫ অক্টোবর) হালিশহর আনন্দবাজার ল্যান্ডফিল্ডে গ্যাস কূপের টেস্ট বোরিং উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধে বর্জ্যকে সম্পদে পরিণত করার বিকল্প নেই। এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মেয়র আরও বলেন, “আমি যখন দায়িত্ব গ্রহণ করি, তখন থেকেই চিন্তা করেছি—কীভাবে শহরের ময়লাগুলোকে সম্পদে রূপান্তর করা যায়। হালিশহরের মানুষ বছরের পর বছর দুর্গন্ধ ও দূষণের ভোগান্তিতে ছিল। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।”
ডা. শাহাদাত জানান, চসিকের ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বায়োগ্যাস উৎপাদন শুরু হয়েছে। টেস্ট বোরিং সফল হলে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই পূর্ণাঙ্গ প্রকল্প চালু হবে। তখন নগরবাসী বিনামূল্যে বর্জ্য ব্যবস্থাপনা সেবা পাবে।
তিনি বলেন, “চট্টগ্রাম শহরে প্রতিদিন প্রায় ৩ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে সিটি কর্পোরেশন সংগ্রহ করে প্রায় ২ হাজার ২০০ টন। বাকি বর্জ্য নালা ও খালে গিয়ে জলাবদ্ধতা ও দূষণের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য ডোর-টু-ডোর প্রকল্পের মাধ্যমে শতভাগ বর্জ্য সংগ্রহ নিশ্চিত করা হবে।”
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, “আপনারা বর্জ্য নালা বা খালে ফেলবেন না। সচেতন হলে শহর হবে পরিচ্ছন্ন ও সুন্দর।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী
আরও পড়ুুনঃ নড়াইলে অসিত বসুর মাশরুম চাষে সাফল্য
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.