বিশেষ প্রতিবেদক
২০২৪ সালেও মানুষের বাড়ি বাড়ি হাজির হয়ে ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিয়েছে। ছিল চিন্নিত সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য। সকলেই তাকে আওয়ামীলীগ ক্যাডার হিসেবে চেনে। এবার যুবদলে নাম লেখাতে সুপারিশ করেছে ওয়ার্ড বিএনপি ও যুবদল আঞ্চলিক কমিটি।
সুপারিশ প্রাপ্ত আওয়ামীলীগ ক্যাডারের নাম তাজু। সে যশোর শহরের ৬নং ওয়ার্ড রায়পাড়ার মৃত কুদ্দুসের ছেলে। ৬নং ওয়ার্ড আঞ্চলিক কমিটির অর্থ বিষয়ক সম্পাদক পদে তার নাম সুপারিশ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি ও আঞ্চলিক যুবদল সভাপতি। তবে কি কারণে আওয়ামীলীগ ক্যাডারের নাম সুপারিশ করেছেন জানা যায়নি।
এদিকে আওয়ামীলীগ ক্যা ডারের নাম প্রস্তাব করায় বর্তমানে রায় পাড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা দাবি করেছেন দলের স্থিথিশীল পরিবেশ নষ্ট করতেই একটি মহল এই অপকর্ম করছে।
বিষয়টি বিএনপির জেলা ও নগর কমিটির নেত্রবৃন্দ কে জানানো হয়েছে।
রায়পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন সমাজসেবী বলেছেন, এখনো ঘা শুকালো না তার আগে আওয়ামীলীগ ক্যাডারদের বিএনপিতে পদ দিয়ে বরণ করার উদ্যোগ পুরানো বিএনপির নেতা কর্মীদের গালে চপেটাঘাত করার সামিল।
তাছাড়া যার নাম সুপারিশ করা হচ্ছে সে আওয়ামীলীগের চিন্নিত ক্যাডার। তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজীর অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তারা বুঝতে পারছে না এটি কোন কারসাজি নাকি অনৈতিক আর্থিক লেনদেনের সুপারিশ।
ছবিতে দেখা যাচ্ছে ঐ আওয়ামীলীগ ক্যাডার তাজু শহরের শীর্ষ সন্ত্রাসীদের সাথে বিভিন্ন মুহূর্তে দাড়িয়ে পোজ দিয়েছে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে টাইফয়েড টিকাদান কার্যক্রম নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.