মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
প্রতি বছর ১৫ অক্টোবর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শুরুতেই সকাল ১১ টায় একটি শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে চলতে চলতে স্থানীয় বিদ্যালয়গুলো প্রদর্শিত করে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীরা হাত ধোয়া প্রক্রিয়া প্রদর্শন করে এবং জনগণকে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করে।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিয়ে স্বাস্থ্যকর্মীরা হাত ধোয়ার সঠিক নিয়ম, যখন এবং কেন হাত ধোয়া উচিত তা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাত ধোয়া রোগ মুক্ত থেকে আমাদের রক্ষা করে। কোভিড মহামারির সময় এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যাতে মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়। আমরা আজকের দিনটিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছি।
তিনি আরো বলেন,মোল্লাহাট উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালনের ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির দিকে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
উপ সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করে বদলি প্রথা চালুর সময় এখনপড়ুনঃ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.