নড়াইল
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে নাশকতার চারটি মামলায় হাজিরার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বিশেষ নিরাপত্তায় নড়াইল জেলা কারাগারে আনা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে প্রিজন ভ্যানে করে তাকে নড়াইল কারাগারে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেল সুপার মোঃ শরিফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, তাকে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) নড়াইলের আদালতে হাজির করা হবে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
নড়াইল জেলার বিভিন্ন থানায় দায়ের করা নাশকতা ও সহিংসতার অভিযোগে চারটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন হওয়ায় কারা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে তাকে নড়াইলে আনা হয়েছে।
বি এম কবিরুল হক মুক্তি একাধিকবার নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
নড়াইলের রাজনীতিতে তিনি পরিচিত মুখ এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।
জেল সুপার মোঃ শরিফুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে দায়ের করা মামলা গুলোর আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে হাজিরা নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এ ঘটনায় আওয়ামী লীগ কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি
আরও পড়ুনঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সোনালীকা ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.