
নড়াইল প্রতিনিধি: নড়াইলের গোবরা বাজারের ব্যবসায়ী বিপ্লব বিশ্বাস (৪৩)কে কুপিয়ে ৩ লক্ষ ১১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত বিপ্লব বিশ্বাস সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিপ্লব বিশ্বাস সদর উপজেলার সিঙ্গা শৈলপুর ইউনিয়নের খলিশাখালি গ্রামের গৌরচন্দ্র বিশ্বাসের ছেলে। বিপ্লব বিশ্বাস দীর্ঘদিন ধরে গোবরা বাজারে ধান পাট সরিষা সুপারির আড়তদারের ব্যবসা করেন।
এ ঘটনায় বিপ্লব বিশ্বাস নড়াইল সদর থানায় অভিযুক্ত সাতজনের নামে মামলা দায়ের করেছেন। বিপ্লব বিশ্বাস জানান,প্রতিদিনের মত রবিবার রাত নয়টার দিকে গোবরা বাজার থেকে খলিসাখালী বাড়ি যাওয়ার পথে রওনা হই।
গোয়ালবাড়ির নিলুর বাড়ির পিছনে পৌঁছালে ওৎপেতে থাকা রতন বিশ্বাস,চয়ন বিশ্বাস, শোভন বিশ্বাস, অমিতোষ বিশ্বাস, ভীম বিশ্বাস, ক্ষিতীশ বিশ্বাস সহ ১০/১২ জন সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। আমার কাছে থাকা ৩ লাখ ১১ হাজার টাকা নিয়ে যায়। আমি চিৎকার করলে আশেপাশের মানুষেরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জানান, বিপ্লবের মাথায় পিঠে ও পায়ে কুপানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে বিস্তারিত জানানো যাবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান,খবর পেয়ে আমিও আমার উদ্ধতন কর্মকর্তা স্যার সরেজমিনে দেখেছি খোঁজখবর নিয়েছি। মামলার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply