
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম মানবতার সেবায়।
কাহারোল উপজেলার ৪ নং তাড়গাও ইউনিয়নের পাহাড় পুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মৃত ভাদরু রায়ের ছেলে কালু চন্দ্র রায় ও তার স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী অবস্থায় দীর্ঘদিন যাবত মানবেতর ভাবে জীবনযাপন করছেন। তারা দুই স্বামী -স্ত্রী মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে যাহা পায়, তা দিয়েই সংসার চালায় কিন্তু দুঃখের বিষয় তারা সারাদিন যাহা কিছু রোজগার করে নিয়ে এসে রান্না করে খাওয়ার পর একটু শান্তিতে ঘুমাবে সেই জায়গা টি নাই।
এই খবর টি ফেসবুকে প্রচারিত হলে, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এর নজরে পড়লে,তাৎক্ষণিক তিনি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকার সহ কালু চন্দ্র রায়ের বাড়িতে ছুটে যান এবং উপজেলা প্রশাসনও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ঘর নির্মাণের জন্য ৩ ব্যান্ড ঢেউ টিন ও ৯ হাজার টাকা প্রদান করেন। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম এখন মানবতার সেবায় প্রশংসনীয়।
Leave a Reply