
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ট্রাক্টর ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে রাজিবপুর সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী স-মিল মোড়ের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিবপুরগামী একটি সিমেন্টবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে ভ্যানচালক রাসেল মিয়া (২২) ও যাত্রী জয়নাল আবেদীন (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক রাসেল মিয়া মারা যান।
নিহত রাসেল মিয়া রাজিবপুর উপজেলার বালিয়ামারী ব্যাপারিপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে। আহত জয়নাল আবেদীন একই এলাকার মো. আজাহার আলীর ছেলে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা জানান, নিহত ও আহত দুইজনই রাজিবপুর বাজারের পরিচিত মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মতো তারা বাজারে মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন, পথিমধ্যে বড়াইডাঙ্গী স-মিল মোড়ে দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার খবর পেয়ে রাজিবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাক্টরটির মালিক রাজিবপুর উপজেলার ধুবালিয়াপাড়া গ্রামের আঃ হামিদ এর ছেলে রফিকুল ইসলাম বলে জানা গেছে।
রাজিবপুর থানা পুলিশ জানান, “দুর্ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাক্টর চালক ও হেলপারকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”
বর্তমানে নিহত রাসেল মিয়ার মরদেহ রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আারও পড়ুন: দিনাজপুরে দুর্যোগ প্রশমন দিবসে র্যালি-আলোচনা সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম
Leave a Reply